রোজা উপলক্ষে ছাড়ে পণ্য বিক্রি শুরু টিকে গ্রুপের, সয়াবিন ১৫৬ টাকা লিটার
পবিত্র রমজান মাসে দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিকে গ্রুপ। মাসব্যাপী এই কার্যক্রম চলবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন। রাজধানীর কারওয়ান বাজারে আজ রোববার এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর আরও কয়েকটি স্থানসহ সারা দেশে ২০টির মতো জায়গায় এই কার্যক্রম শুরু হবে।
টিকে গ্রুপের তালিকা থেকে জানা গেছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬৩ টাকা থেকে সাত টাকা ছাড়ে ১৫৬ টাকায় বিক্রি হচ্ছে। ৮০০ টাকার পাঁচ লিটারের বোতল ৩৫ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ৭৬৫ টাকায়; আধা লিটার শর্ষের তেল ১৭৫ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১২৩ টাকায়; ১৩০ টাকা কেজির মসুর ডাল ১৬ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১১৪ টাকায়।
এ ছাড়া এক লিটার পানির বোতল ২৫ টাকার পরিবর্তে ১৫ টাকায়; দুই লিটার পানির বোতল ৪০ টাকার পরিবর্তে ২৬ টাকায় ও পাঁচ লিটার পানির বোতল ৮০ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি করছে টিকে গ্রুপ। এক কেজি সুগন্ধি চাল ১৭০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৪২ টাকায়; ৫০০ গ্রাম গুঁড়ো দুধের দাম ৪২৫ টাকার পরিবর্তে রাখা হচ্ছে ৩৬৩ টাকা।
কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে বড় গ্রুপগুলোকে এগিয়ে আসার অনুরোধ করেছিলাম; সেই আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ এগিয়ে এসেছে। তারা ঢাকা নগরে ৮ থেকে ১০টি জায়গায় পণ্য বিক্রি করবে; ২০টির মতো পণ্য ক্রেতারা বাজারের চেয়ে কম দামে কিনতে পারবেন।’
এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, ‘সরকার বাজারের অস্থিরতা নিরসনে চেষ্টা করছে। রমজান মাসে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার তদারকি অব্যাহত থাকবে। আমরা চাই, অন্যান্য গ্রুপও এভাবে এগিয়ে আসুক।’ রমজান উপলক্ষে সাধারণ মানুষকে সাহায্য করতে শিল্প গ্রুপ ছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে টিকে গ্রুপের পরিচালক মো. শফিউল আতহার বলেন, ‘রমজান মাসে সারা দেশে ২০ থেকে ২২টি স্থানে এই কার্যক্রম চলবে। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়। আমরা চাই, যতটুকু প্রয়োজন, ক্রেতারা ততটুকুই কিনবেন; কেউ বাড়তি পণ্য কিনে মজুত করলে আরেকজন ক্রেতা বঞ্চিত হবেন।’ সবাইকে শৃঙ্খলার সঙ্গে পণ্য কেনার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিকে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।