এনবিআরে সমন্বিত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রস্তাব ফরেন চেম্বারের

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ফরেন চেম্বারের সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতারের নেতৃত্বে ফরেন চেম্বারের প্রতিনিধি দলছবি -বিজ্ঞপ্তি

করজাল ও রাজস্ব সংগ্রহ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমে সমন্বিত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

আজ বুধবার ফরেন চেম্বারের একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর কার্যালয়ে সংস্থাটির নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এতে নেতৃত্ব দেন ফরেন চেম্বারের সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতার।

সাক্ষাৎকালে এনবিআরের কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার ওপর জোর দেন জাভেদ আখতার। তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর জন্য বিশেষ করে অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর বিকল্প নেই। বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে এবং জাতীয় অর্থনীতিকে চাঙা করতে করব্যবস্থার সংস্কার করা আবশ্যক। এ ক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ প্রত্যাশা করেন জাভেদ আখতার।

করজাল সম্প্রসারণ ও রাজস্ব সংগ্রহ বাড়াতে এনবিআরের মধ্যে একটি বিশেষায়িত গবেষণা উইং প্রতিষ্ঠার পরামর্শ দেয় ফরেন চেম্বারের প্রতিনিধিদল। তারা বলে, এই গবেষণা উইংটি যথাযথ বাজার গবেষণা করে এবং বাজার শেয়ার ও রাজস্ব আয়ের মধ্যকার পার্থক্য যাচাই করে করজাল সম্প্রসারণে কাজ করবে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ফরেন চেম্বারের সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতারের নেতৃত্বে ফরেন চেম্বারের প্রতিনিধি দল
ছবি -বিজ্ঞপ্তি

এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার অনেক গুরুত্ব রয়েছে। স্বয়ংক্রিয়তা প্রচারের জন্য ফরেন চেম্বারের মতো সংগঠন বিশেষ অবদান রাখছে। এ ছাড়া ফরেন চেম্বারের কর–সংক্রান্ত গবেষণা প্রকাশনাও প্রশংসা করার মতো।

ফরেন চেম্বারের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এরিক এম ওয়াকার, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে এনবিআরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।