দুই দিনব্যাপী জাকাত মেলা শুরু কাল
দ্বাদশবারের মতো দুই দিনব্যাপী জাকাত মেলা কাল শনিবার শুরু হচ্ছে। ঢাকার তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে এই মেলার উদ্বোধন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাকাত মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আরাস্তু খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জাকাত বিতরণ কমিটির চেয়ারম্যান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মিয়া এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ আবদুর রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকাত মেলা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে রোববার।
জাকাত মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আরাস্তু খান বলেন, ‘জাকাতের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ধারণাকে জনপ্রিয় করতে জাকাত মেলা আয়োজন করা হয়। জাকাতভিত্তিক কর্মকাণ্ড জানতে ও ব্যক্তিগত জাকাতের সঠিক হিসাব নিরূপণসহ ব্যবসায় জাকাত নির্ণয় (ক্যালকুলেশন) পদ্ধতিসহ বিস্তারিত জানতে মেলা পরিদর্শন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এবারের জাকাত মেলা চলাকালে মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। গোলটেবিলও হবে। এবারের জাকাত মেলায় পৃষ্ঠপোষকতা করছে রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, রহিম স্টিল, সাউথ ব্রিজ, হজ ফাইন্যান্স কোম্পানি ইত্যাদি।