স্মার্টফোন বিক্রিতে মন্দা, চিপ উৎপাদন বন্ধ করে দেবে চীনের অপো
চীনের স্মার্টফোন কোম্পানি অপো চিপ ডিজাইন ইউনিট বন্ধ করে দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারণ হিসেবে অপো বিশ্ব অর্থনীতি ও স্মার্টফোন শিল্পের অনিশ্চয়তার কথা বলেছে।
অপো চীনের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। তারা জানিয়েছে, ২০১৯ সালে প্রতিষ্ঠিত জেকু কারখানার চিপ ইউনিট বন্ধ করে দেওয়া হবে। এই ইউনিটে ম্যারিসিলকন এক্স চিপ উৎপাদিত হতো, স্মার্টফোনের ছবি ও ভিডিওর গুণগত মানোন্নয়ন করে থাকে এই চিপ।
কোম্পানির এক প্রতিনিধি বলেছেন, ‘বৈশ্বিক অর্থনীতি ও স্মার্টফোন শিল্পের অনিশ্চয়তার কারণে আমাদের দীর্ঘ মেয়াদে নানা ধরনের সমন্বয় করতে হবে, অনেক ক্ষেত্রেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’
চীনের স্মার্টফোন বাজার বিশ্বের অন্যতম বৃহৎ। কিন্তু দেশটির মানুষ এখন বেশি দামের স্মার্টফোন কেনা কমিয়ে দেওয়ার কারণে এই বাজারে একধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমনকি কোভিডজনিত বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরও সেই অনিশ্চয়তা কাটছে না।
২০২২ সালে চীনের স্মার্টফোন রপ্তানি ১৪ শতাংশ কমেছে। গত এক দশকের মধ্যে সেবারই প্রথম বার্ষিক স্মার্টফোন রপ্তানি ৩০ কোটির নিচে নেমেছে।
চলতি বছরেও সেই ধারা অব্যাহত আছে। বছরের প্রথম প্রান্তিকে মোট স্মার্টফোন রপ্তানি ১১ শতাংশ কমে ৬ কোটি ৭২ লাখে নেমে এসেছে, ২০১৩ সালের পর যা সর্বনিম্ন। গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিস গত মাসে এই তথ্য দিয়েছে।
চীনের বৃহৎ চিপ নির্মাণকারী কোম্পানি হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্র খড়্গহস্ত হওয়ার কারণে কোম্পানিটির ব্যবসা সংকটে পড়েছে। এরপর চীনের কোম্পানিগুলো নিজেরাই চিপ উৎপাদন শুরু করে। তার অংশ হিসেবে অপোও চিপ উৎপাদন শুরু করে।
অপোর মালিক বিবিকে ইলেকট্রনিকস, যারা একই সঙ্গে আরেক স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি ভিভোর মালিক।