কাঁচা মরিচের কেজি ২৮০, সবজির দামও বেশ চড়া
বেশ অনেকটা বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর চারটি খুচরা বাজারে গতকাল বৃহস্পতিবার ২৮০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। অথচ এক সপ্তাহ আগেও পণ্যটির দাম ছিল প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৮০-১০০ টাকা দাম বেড়েছে কাঁচা মরিচের। এর পাশাপাশি বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও মাছের দামও।
বিক্রেতারা বলছেন, উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি মরিচের আমদানিও কম হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন সবজি ও মাছের সরবরাহেও বিঘ্ন ঘটছে। এতে এসব পণ্যের দামও বাড়ছে। গতকাল রাজধানীর শেওড়াপাড়া, তেজকুনীপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গত কোরবানি ঈদের আগে থেকেই বাজারে কাঁচা মরিচের দাম বাড়ছিল। ঈদুল আজহার পরপর তা একপর্যায়ে ৩৫০ টাকা ছাড়িয়ে যায়। এরপর দাম কিছুটা কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে। বিভিন্ন খুচরা বাজারে ২৮০ টাকা বিক্রি হলেও পাড়া-মহল্লার দোকানে বিক্রেতারা দাম আরও বেশি চাইছেন। তবে কারওয়ান বাজারের দু-একটি দোকানে মানভেদে কাঁচা মরিচ ১৮০-২৪০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি বিক্রেতারা জানান, মানিকগঞ্জ, কুড়িগ্রামসহ মরিচ উৎপাদনকারী কয়েকটি জেলা থেকে সরবরাহ কমেছে। এ ছাড়া ভারত থেকে কাঁচা মরিচ আমদানিও কমেছে। ঢাকার শ্যামবাজারের মরিচ আমদানিকারক মো. কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারত থেকে একদমই কম পরিমাণে মরিচ আমদানি হচ্ছে। সেখানে কাঁচা মরিচের সরবরাহ ঠিক থাকলেও দাম বেশি।
বিক্রেতারা বলছেন, গত বছরের এই সময়েও কাঁচা মরিচের দাম বেশি ছিল। এমনকি একপর্যায়ে প্রতি কেজি মরিচের দাম ৭০০ টাকা ছাড়িয়ে যায়। কারওয়ান বাজারের মরিচ বিক্রেতা মো. তরিকুল ইসলাম বলেন, সরবরাহ কম থাকলে এবার মরিচের দাম আরও বাড়তে পারে।
বাজারে বিভিন্ন ধরনের সবজিরও চড়া দাম দেখা গেছে। যেমন গতকাল বাজারভেদে বেগুন বিক্রি হয়েছে ১০০-১৪০ টাকা কেজি। দিন দশেক আগেও এর দাম ছিল ৬০-৮০ টাকা। কাঁকরোলের দাম ৩০ টাকা বেড়ে ১০০ টাকা ও করলায় ৩০-৫০ টাকা বেড়ে ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হয়েছে। এ ছাড়া ২০-৪০ টাকা দাম বেড়েছে বরবটি, টমেটো ও গাজরের।
বেড়েছে মাছের দামও। কেজিতে ৫০ টাকা বেড়ে রুই মাছ বিক্রি হয়েছে ৩৮০-৪০০ টাকায়। তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম বেড়েছে ২০-৪০ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কম। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা ও সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা হয় একটি বাসার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা মোল্লা কাদেরুল ইসলামের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আসছিলাম এক কেজি টমেটো কিনতে; কিন্তু তিনটি টমেটোর দামই হয়েছে ৬০ টাকা।’ তিনি বলেন, ‘এখন আমরা কই যাই।’