একটি সুপ্রভাতের জন্য

মিছিলেও গান থাকে
প্রেমিকার জন্য টান থাকে
মাতৃস্নেহের ঘ্রাণ থাকে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে।
তবুও আজ উত্থিত মুষ্টি হাতে স্লোগান হবে
স্লোগান হবে অধিকারের
স্লোগান হবে অবিচারের
স্লোগান হবে আঠারো বছরের দীপ্তিময় তারুণ্যের।
যে অভিমান আজ অভিযাত্রী করেছে পথে
বাড়ি ফেরার ভয় নেই
ফিরে যাওয়ার পথ নেই
মহাকাল ডেকেছে আবার এক মহাকাব্য রচনায়।
আর যদি বিজয় নিয়ে না ফিরি মা
তবে আমায় ভুলে যেও
তবে ব্যর্থতার দায় দিও
রক্তাক্ত বুকের চারপাশ সবুজের আঁচলে দিও।
মিছিলে কষ্ট থাকে
পেটেও ভীষণ ক্ষুধা থাকে
মা, তোমার জন্য টান থাকে
একটি সুপ্রভাতের জন্য স্লোগান হবে মা, স্লোগান হবে।
মাসুদ পারভেজ: আগ্রাবাদ, চট্টগ্রাম
বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: bondhushava@prothomalo.com