নিজেকে প্রস্তুত করতে

আমি বিশ্বাস করি, যে মানুষ নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারে না, সে মানুষ কখনো দেশের পাশেও দাঁড়াতে একজন বেকার হিসেবে বড্ড অসহায় অনুভব করছি। আজ একটি সরকারি চাকরি থাকলে আমি ঘরে বসেও আর্থিকভাবে সাহায্য করতে পারতাম আমার পরিবারকে। তাই আমি চাই আগে আমার পরিবারের পাশে দাঁড়াতে, পরিবারের জন্য কিছু করতে। সে জন্য প্রয়োজন আগে নিজের পায়ে দাঁড়ানো। একটি চাকরির মাধ্যমে আমি আমার নিজের মেধা ও মনন এই দেশের জন্য কাজে লাগাতে চাই। নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশের কাজে লাগব। তাই সেই ভিত তৈরি করতে নিজেকে যোগ্য প্রমাণ করাটা আগে প্রয়োজন। করোনাকাল শেষ হওয়ার পর চাইব নিজেকে প্রস্তুত করতে। নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য কিছু যেন আমি করতে পারি।
সাবেক উপসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা