সরিষাবাড়ী বন্ধুসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারা দেশে চলছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান। প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার বন্ধুরাও এ অভিযানে যোগ দিতে নিজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার কর্মসূচি গ্রহণ করেছেন।

১ আগস্ট বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌর শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের চারপাশ ও কলেজমাঠ পরিষ্কার করেন বন্ধুরা। কলেজমাঠে জমে থাকা পানি নিষ্কাশনে জন্য নালা কেটে দেওয়া হয়। বেলা একটা থেকে এ পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন বন্ধুরা।

এ অভিযানে অংশগ্রহণ করে নিজ হাতে ময়লা–আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করেন সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি আলাদিন আল আসাদ, সহসভাপতি রুবেল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভা দাস, সাংগঠনিক সম্পাদক সানজিত পারভেজ সিরাজী, নারী সম্পাদক মুক্তা খাতুন, পরিবেশ সম্পাদক মাকসুদা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক শিখা আক্তার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক কামরুল হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ওয়াছিউল আলম, বন্ধু পারভেজ ও আতিকুল ইসলাম প্রমুখ। বন্ধুদের ও শিক্ষার্থীদের মধ্যে নিজের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও এডিস মশা থেকে সচেতন থাকার জন্য বলা হয়।
সাংগঠনিক সম্পাদক, সরিষাবাড়ী বন্ধুসভা।