নতুন জামায় হাসির রেখা

নতুন জামায় হাসির রেখা
নতুন জামায় হাসির রেখা


নতুন জামা হাতে নিয়ে ভোঁ দৌড়। সেই হাসি সেই আনন্দ চোখে নিয়ে আসে পানি। বেলা দুইটা থেকে বন্ধুসভার সদস্যরা দিনাজপুর শহরের শেখপুরা এলাকা থেকে খুঁজে বের করে এনেছেন ১০০টি শিশু। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে বন্ধুসভার গৃহীত কর্মসূচি একটি করে রঙিন জামা।

প্রতিবছরের মতো এবারও দিনাজপুর বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র শিশুদের মধ্যে একটি করে নতুন জামা বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা তিনটায় দিনাজপুর শহরের মা ফাতেমা স্কুল মাঠে শেখপুরা গ্রামের ১০০ শিশু-কিশোরের মধ্যে বন্ধুসভার সদস্যরা এই কর্মসূচি পালন করেছেন।

নতুন জামা হাতে নিয়ে দিশা আক্তার (৮) বলে, ‘আমার খুব ভালো লাগতেছে। আমার বন্ধুরাও যাদের সঙ্গে আমি খেলি, তারাও জামা পেয়েছে।’ জামা বিতরণ কর্মসূচিতে উপস্থিত মো. মিলন সরকার বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার সদস্যকে দেখেছি ২০১৭ সালে দিনাজপুরে ভয়াবহ বন্যায় তাঁরা রাত–দিন মানুষের জন্য কাজ করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত ঈদ উপলক্ষে তাঁরা নিজেরাই চাঁদা দিয়ে তাঁদের জমানো টাকা দিয়ে ১০০ বাচ্চাকে ঈদের জামা কিনে দিয়েছেন।’

এ সময় নতুন জামা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মো. মিলন সরকার, মো. ইব্রাহীম আলী, মা ফাতেমা স্কুলের শিক্ষক শর্মী আক্তার, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার ইমরান আলী, বন্ধুসভার সভাপতিসহ বন্ধুসভার সদস্যরা।