চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুলাউড়া বন্ধুসভা।
কুলাউড়া বন্ধুসভা।


কুলাউড়া বন্ধুসভার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। ‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগান লালন করে প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৩০ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে গত ২৭ এপ্রিল শনিবার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা তিনটায় পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। বন্ধুসভার পক্ষে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সোহেল আহমদ।

প্রথম আলো কুলাউড়া বন্ধুসভার সভাপতি নাজমুল বারী সোহেলের সভাপতিত্বে ও প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. মোক্তাদির হোসেন, বন্ধুসভার উপদেষ্টা হেমন্ত চন্দ্র পাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কুলাউড়া রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক শরীফ আহমদ। এ ছাড়া বক্তব্য দেন বিডি মেইলের সম্পাদক এ কে এম জাবের, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক গণজাগরণ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এনামুল আলম, বন্ধুসভার সাবেক সভাপতি কাওসার আহমদ সাব্বির, সাবেক সম্পাদক মিঠুন চক্রবর্তী, অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আনন্দ বিদ্যাপীঠের শিক্ষিকা ডলি দাস, ব্যবসায়ী ইমরান আহমদ চৌধুরী, রাইজিং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবির, বন্ধুসভার প্রচার সম্পাদক আশিকুল ইসলাম। এ সময় বন্ধুসভার অনেক সদস্য উপস্থিত ছিলেন।