ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি বিজেপির প্রার্থী আন্দালিভ রহমান পার্থ সংসদ নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া একটার দিকে প্রথম আলোর কাছে তাঁর এ সিদ্ধান্তের কাছে জানান পার্থ। মাঝপথে নির্বাচন বর্জনের কারণ প্রসঙ্গে পার্থ বলেন, ‘আর তিন ঘণ্টা বাকি আছে। আমি কী শুধু শুধু আমার এজেন্ট বা কর্মীদের মার খাওয়াব?’
ঢাকা-১৭ আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান ফারুক। চলচ্চিত্র জগতে নায়ক ফারুক হিসেবে তিনি পরিচিত।
আন্দালিভ পার্থ অভিযোগ করে বলেন, ৮০ টি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়াভাবে তাঁর কর্মীদের লাঠিপেটা করেছে।
পার্থ বলেন, ‘বনানী বিদ্যা নিকেতনে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হয়েছে। গুলশানের অনেক কেন্দ্রে জোর করে ব্যালটে সিল দেওয়া হয়েছে। কড়াইল এলাকায় কাউকে ঢুকতেই দেওয়া হয়নি।’
পার্থ জানান, এবার নির্বাচনে তাঁর ৫০০ এরও বেশি পোলিং এজেন্ট প্রস্তুত ছিল।
নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান পার্থ।