নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কয়েক দিনের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ‘লাঙ্গল’ প্রতীকের পক্ষে মাঠে নামবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ লিয়াকত হোসেন। গতকাল শনিবার রাতে মোগরাপাড়া চৌরাস্তায় নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
লিয়াকত হোসেন বলেন, ‘গত পাঁচ বছর আমি ব্যাপক উন্নয়ন করেছি। এ কারণে সাধারণ মানুষ আমার পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া উপজেলার অধিকাংশ জনপ্রতিনিধি আমার পক্ষে।’
এ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, তাঁর চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন এবং জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসাইন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা নির্বাচনের মাঠে থাকলে ভোটে কতটুকু প্রভাব পড়বে, এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন বলেন, ‘আগামী ৮ ডিসেম্বরের আগেই আনুষ্ঠানিকভাবে আমাকে প্রার্থী ঘোষণা করা হবে। এরপর অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের দলের মহাসচিবকে এ বিষয়ে ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন।’
লিয়াকত বলেন, গত শুক্রবার নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করে লাঙ্গলের পক্ষে কাজ করার আশ্বাস দিয়েছেন।