কুলাউড়ায় দুর্ঘটনায় কবলিত রেল উপবন এক্সপ্রেস সাতটি বগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। রোববার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে উপবন এক্সপ্রেস ৭টি বগি নিয়ে কুলাউড়া স্টেশন ছেড়ে আসে। আজ সোমবার সকাল ৯টার মধ্যে এটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কুলাউড়া রেল স্টেশন মাস্টার আনসার উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত রেললাইনটির প্রায় এক কিলোমিটার অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে। আপাতত ঢাকা থেকে কুলাউড়া পর্যন্ত রেল যোগাযোগ সচল থাকবে।
এর আগে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার বড়ছড়া খালের ওপর কালভার্টের কাছাকাছি আসলে উপবন এক্সপ্রেসের পেছনে থাকা ১০টি বগি সামনের ৭টি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কালভার্টের ওপরে আসলে একটি বগি ছিটকে নিচে বড়ছড়া খালে পড়ে যায়। বাকি বগিগুলোর দুটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। বাকি ৭টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে অংশ নেয়। তবে আপাতত উদ্ধারকাজ বন্ধ রয়েছে।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম আলোকে তাঁরা নিশ্চিত করেছেন, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ৪ জনের লাশ রয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। নিহত এই চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা বারি মিয়ার স্ত্রী মনোয়ারা পারভীন (৪৫)। পরাভীনের স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেছেন।