২৩০ পুলিশ সদস্য পদক পাচ্ছেন
এ বছরের পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামী রোববার (২৩ জানুয়ারি)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের পুলিশ সপ্তাহে ২৩০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। পুলিশ সপ্তাহ শেষ হবে ২৭ জানুয়ারি।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ২০১৯ ও ২০২০ সালের পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে অসমসাহসিকতা ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের মধ্যে বিপিএম পাচ্ছেন ৬৫ জন ও পিপিএম ৫০ জন। ২০২০ সালেও ১১৫ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, সাধারণত পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে পুলিশের বৈঠকসহ অন্তত ২০টি অনুষ্ঠান হয়। এবার করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, করোনার আগের বছরগুলোতে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উপস্থিত থেকে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিতেন। এবার প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ৮-১০ জনকে পদক পরিয়ে দেবেন। বাকি পদক পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।