হিলিতে বিএসএফকে উপহার বিজিবির
নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি, খই, খাজা, বাতাসাসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
আজ রোববার সকাল সাড়ে নয়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম সিংহের হাতে উপহারসামগ্রী তুলে দেন। তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা দুজনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব, বিএসএফের চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তীসহ উভয় দেশের নারী ও পুরুষ সৈনিকেরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপির ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর বলেন, ‘আজ পয়লা বৈশাখ। এ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও কর্মকর্তা, হিলি বিএসএফ ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পের জন্য বিজিবির পক্ষ থেকে ১২ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সে সঙ্গে খই, খাজা, বাতাসাসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে তাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারাও আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’
এই বিজিবি কর্মকর্তা বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন মিলেমিশে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে প্রতিবছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় একে অপরকে শুভেচ্ছাবিনিময় করে থাকে। এতে করে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন।