হবিগঞ্জে লাঞ্ছিত হওয়ার অভিযোগে নির্বাহী প্রকৌশলীর জিডি

হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপি সমর্থিত কিছুসংখ্যক ঠিকাদার লাঞ্ছিত করেন এবং অবরোধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল আলম হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম অভিযোগ করে বলেন, ‘গত মাসে হবিগঞ্জে সওজের নয়টি গ্রুপের প্রায় ১৪ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে একটি কাজ পাওয়ার জন্য নজরুল ইসলাম ওরফে শামীম নামের এক ঠিকাদার নিজেকে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি পরিচয় দিয়ে ও তাঁর ভাই ঠিকাদার আবদুল্লাহ আল মামুন বিএনপির নেতা পরিচয় দিয়ে কাজ চান এবং আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করেন। গতকাল তাঁরা আমার কক্ষে ঢুকে আমাকে লাঞ্ছিত করেন।’ হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম বলেন, তিনি নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করেননি; বরং নির্বাহী প্রকৌশলীই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।