সোহেল রানা বোন ক্যানসারে আক্রান্ত

ঝিনাইদহ পলিটেক-নিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী সোহেল রানা (১৮)। গত জুন মাসে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর বোন ক্যানসার হয়েছে। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী তাঁকে কলকাতার ঠাকুরপুকুরের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সোহেলের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. রাজু আহমেদ জানান, তিন মাস চিকিত্সা শেষে সোহেল বর্তমানে বাড়ি ফিরেছেন। কিছুদিন পর আবার কলকাতা যেতে হবে। চিকিত্সকেরা জানিয়েছেন, সোহেলকে পুরোপুরি সুস্থ করতে আরও চার লাখ টাকা লাগবে। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁদের পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে জমিজমা বিক্রি ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে সোহেলের চিকিত্সায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। এ অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে সবাই এগিয়ে এলে সোহেলকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: সুরাইয়া খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর: টি-৭৭৮, সোনালী ব্যাংক লিমিটেড, কালীগঞ্জ শাখা, ঝিনাইদহ। মোবাইল: ০১৯১১৬৫৫৭৫১। বিজ্ঞপ্তি।