২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিরাজগঞ্জের এক-তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জ জেলায় এক-তৃতীয়াংশের বেশি আসনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তালিকা করা হয়। জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জে মোট আসন ৬টি। এসব আসনে মোট ভোটকেন্দ্র ৮৪৪টি। এর মধ্যে ৩২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

আসন অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সিরাজগঞ্জ–৫। এ আসনে ১২৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৮১টি। এরপর রয়েছে সিরাজগঞ্জ–২। এ আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৮৫টি ঝুঁকিপূর্ণ। সিরাজগঞ্জ–৩ আসনে ৭১টি আসনের মধ্যে ৭০টি ঝুঁকিপূর্ণ। এলাকা হিসেবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা। এখানে ৮২টি কেন্দ্র রয়েছে। এটি সিরাজগঞ্জ–৫ আসনের মধ্যে পড়েছে। এখানে ৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। রায়গঞ্জের ৯৪টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণ।

পুলিশের দাবি, সব পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদি কোনো ঘটনা ঘটে, এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, সব ধরনের পরিস্থিতির জন্য পুলিশ প্রস্তুত।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় সিরাজগঞ্জে সাতটি আসনে নির্বাচন হয়। তখন ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও আওয়ামী লীগ একটি আসনে জিতেছিল। নবম সংসদে আসনসংখ্যা একটি কমে ছয়টি হয়। তখন পাঁচটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেন। সর্বশেষ ২০১৪ সালে ছয়টি আসনের সব কটি আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সিরাজগঞ্জে মোট ভোটার ২১ লাখ ৯৬ হাজার ২৬২ জন।