সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিল চান নেতা-কর্মীরা

নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল স্থানীয় বিএনপির একাংশ নেতা–কর্মীদের সংবাদ সম্মেলন।  ছবি: প্রথম আলো
নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে গতকাল স্থানীয় বিএনপির একাংশ নেতা–কর্মীদের সংবাদ সম্মেলন। ছবি: প্রথম আলো

নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। দলীয় নেতা-কর্মীরা গতকাল শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাজ্জাদের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবি করেন। নড়াইল সদর ও কালিয়ার নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এর আগে গত বুধবার বিকেলে নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আঞ্জুমান আরার কাছে মনোনয়নপত্র জমা দেন সাজ্জাদ হোসেন। এদিন দলের জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও কালিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। সাজ্জাদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এদিন বিকেলেই উপজেলা সদরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেন।

গতকালের সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মাহাবুব মোর্শেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি মো. ওমর ফারুক, নড়াগাতী থানা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি বিশ্বাস ফরিদ হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক সাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মাহাবুব মোর্শেদ বলেন, সাজ্জাদ হোসেনকে দলের নেতা-কর্মীরা চেনেন না। তিনি কোনো দিন বিএনপি করেননি। কালিয়ার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামে তাঁর বাড়ি। তিনি ইউনিয়ন বিএনপি এমনকি ওয়ার্ড বিএনপিরও সদস্য নন। তিনি আওয়ামী ঘরানার লোক। দলের নেতা-কর্মীরা তাঁর মনোনয়ন বাতিল চান।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের হামলা-মামলায় জর্জরিত দলের নেতা-কর্মীরা। দুর্যোগ মুহূর্তে বিশ্বাস জাহাঙ্গীর আলম নেতা-কর্মীদের পাশে থেকে সার্বিক সহায়তা করেছেন। তাঁকে বাদ দিয়ে বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেবেন না নেতা-কর্মীরা। বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে বিএনপির নেতা-কর্মীরা এককাট্টা। তাঁকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি করেন তিনি।

অহিদুজ্জামান মিলু বলেন, এই দুঃসময়ে যাঁরা তৃণমূল নেতা-কর্মীদের পাশে থাকেননি, যাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন, তেমন কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়া যাবে না। সাজ্জাদ হোসেন আওয়ামী ঘরানার লোক। তিনি কালিয়ায় এসে মনোনয়নপত্র জমা দেওয়ার সাহস পাননি বলেই নড়াইলে দিয়েছেন। কালিয়ায় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে এককাট্টা।