সাঈদ খোকন ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ গতকাল রোববার এ আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য আজ সোমবার নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।
মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, জব্দ হওয়া আট ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি হিসাব, তাঁর মায়ের একটি, বোনের দুটি ও স্ত্রীর দুটি রয়েছে।