সরানো হচ্ছে এসেনসিয়াল ড্রাগসের তেজগাঁও কারখানা

দেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়
ফাইল ছবি

দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কারখানা তেজগাঁও থেকে মানিকগঞ্জে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। আধুনিক ও যুগোপযোগী প্ল্যান্ট নির্মাণ করতে ১ হাজার ৯৭৯ কোটি ৯৬ লাখ টাকা খরচের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

প্রস্তাবটির ওপর আজ রোববার পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কারখানা স্থানান্তরের বিষয়ে ইতিবাচক মতামত দিয়েছেন মূল্যায়ন কমিটির সদস্যরা।

ইডিসিএল সূত্রে জানা যায়, চাহিদা থাকলেও প্রায় ৬০ বছরের পুরোনো তেজগাঁওয়ের কারখানাটি জমির স্বল্পতা এবং সরকারের নীতিমালার কারণে সম্প্রসারণ করা যাচ্ছে না। এ অবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিজিএমপি অনুসরণ করে গুণগত মানের ওষুধ উৎপাদন ও ওষুধ উৎপাদনে সরকারি খাত স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কারখানা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাশেষে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, সরকারের প্রতিষ্ঠানটির জায়গা ঢাকায় হচ্ছিল না। তাই মানিকগঞ্জে নিয়ে যাওয়ার প্রস্তাব এসেছে। এ ছাড়া প্ল্যান্টটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। প্রকল্পটি যাচাই-বাছাই হচ্ছে। স্থানান্তরের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

দেশের অভ্যন্তরীণ ওষুধের চাহিদা পূরণ এবং বিদেশে ওষুধ রপ্তানির লক্ষ্যে ১৯৮৩ সালে ইডিসিএল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জের তিনটি ওষুধ উৎপাদনকারী ইউনিট থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোর (সিএমএস) ও স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ওষুধ সরবরাহ করে। এ ছাড়া ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিডিডিআরবি ইডিসিএল থেকে ওষুধ কিনে থাকে।