সরকারের উন্নয়ন কর্মকাণ্ডেযুক্তরাষ্ট্রের সন্তোষ প্রকাশ

দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক অগ্রগতি ও আর্থ-সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বর্তমান সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন এবং যুক্তরাষ্ট্রে এই সন্তোষের কথা জানান। খবর ইউএনবির। মরিয়ার্টি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণ ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করতে পারবে বলে যুক্তরাষ্ট্র সরকার আশাবাদী। খাদ্যনিরাপত্তা অর্জনে বর্তমান সরকার দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।মার্কিন রাষ্ট্রদূত বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকারের ভূমিকার যথাযথ মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জনগণকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করাই হচ্ছে মানবাধিকার রক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বড় আকারের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জমান এবং রাষ্ট্রদূত জিয়া উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী আজ ভুটান যাচ্ছেন: ভুটানে তিন দিনের সরকারি সফরে আজ শুক্রবার দুপুরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন । প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো সার্কভুক্ত দেশ সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সরকারি সূত্র জানায়, তাঁর এই সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম। প্রধানমন্ত্রী আগামী সোমবার দেশে ফিরবেন।