সত্যপ্রিয় মহাথেরের হীরক জন্মজয়ন্তী উদ্যাপিত
দেশবিদেশের প্রায় এক হাজার বৌদ্ধ ভিক্ষু, শ্রামণ ও লাখো পুণ্যার্থীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলায় উদ্যাপিত হলো বৌদ্ধ সাধক পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরের দুই দিনব্যাপী হীরকজয়ন্তী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন।এই উৎসব ঘিরে রামুর প্রায় ৩০টি বৌদ্ধপল্লি ১৫ দিন ধরে সেজে ছিল অপরূপ সাজে। ঘরে ঘরে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। গতকাল ভাঙল এই মিলনমেলা।রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল উৎসবের শেষ দিনে সভাপতিত্ব করেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মসেন মহাথের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের নির্বাহী সভাপতি তরুণ বড়ুয়া। হীরকজয়ন্তী স্মারক ‘আর্য্যসত্য’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি গওহর রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, ফ্রান্সের কে আনন্দ মহাথের, ভিক্ষু ইউ কুমারা প্রমুখ। অন্যদের মধ্যে উদ্যাপন পরিষদের সভাপতি প্রিয়রত্ন মহাথের ও মহাসচিব ভিক্ষু সুনন্দপ্রিয় বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া ও নীলোৎপল বড়ুয়া।