সংসদে বিরোধী দল নেই—বিএনপি এই কথা বললে যেকোনো কিছু ঘটে যেতে পারে: রাঙ্গা
একাদশ জাতীয় সংসদে কোনো বিরোধী দল নেই—বিএনপির সাংসদেরা প্রায়ই এমন কথা সংসদ অধিবেশনে বলে থাকেন। বৃহস্পতিবার সংসদের ১৬তম অধিবেশনেও বিএনপির সাংসদ হারুনুর রশীদ এমন কথা বলেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান জাতীয় পার্টির সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সাংসদ মসিউর রহমান বিএনপির সাংসদের ওই বক্তব্যের প্রতিবাদ করেন। এ সময় তিনি বলেন, ‘ফের বিএনপি এসব কথা বললে, যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
মসিউর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টির ২৬ জন রয়েছি। আমাদের নিয়ে উনি যদি এ ধরনের কটূক্তি করেন, এক্সপাঞ্জ করবেন। নয়তো আমরা ওয়াকআউট করব। অনেকবার অনুরোধ করেছি। এরপরও যদি ওনারা এটা করেন, আমার সেই ব্যবস্থা নেব।’
বৃহস্পতিবার ইসি গঠন বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘বিএনপিও তাতে সংশোধনী দিয়েছে। সকালে তারা এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। এটা কিন্তু পার্লামেন্টের ভাষা না। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুমকি নয়। আমি কেন করব। কিন্তু কেউ যদি কিছু করে তার দায় কে নেবে?’
বিরোধী দল না থাকলে জাতীয় পার্টি কি সরকারি দল—এমন প্রশ্নও করেন মসিউর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্রসীমা জয় করেছেন; যা আরেকটি বাংলাদেশের সমান। কেমন করে তাঁর বিরোধিতা করবেন। তিনি বিএনপিকে দুর্নীতির কাগজ দেওয়ার কথা বলেন। দিতে পারলে বিএনপির সঙ্গে প্রেসক্লাবের সামনে অনশন করবেন তিনি।
এদিকে জেলাপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদেরা দায়িত্বে নেই, জেলা প্রশাসকেরা প্রতিষ্ঠানগুলোতে যান না, প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে চলে গেছে মন্তব্য করে এগুলো সাংসদদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মসিউর রহমান। বলেন, ‘এগুলো না চালালে আমরা কী রাজনীতি করব। কার সঙ্গে কথা বলব?’