সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
গতকাল শনিবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত ‘বগুড়ায় হঠাৎ সংস্কারপন্থী নেতা সিরাজ, স্লোগান’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক বিএনপিদলীয় সাংসদ গোলাম মো. সিরাজ। তিনি বলেছেন, অনলাইনে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যে ঘটনাটি ঘটেনি, এমন একটি ঘটনা প্রতিবেদনে সাজানো হয়েছে, যা প্রতিবেদকের মনগড়া।
ওই দিনের ঘটনা তুলে ধরে গোলাম মো. সিরাজ বলেন, ‘দলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য যখন তাঁর নাম ঘোষণা করা হয়, তখন ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মী সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকে। আর ১০ থেকে ১২ জন আমার রাজনৈতিক প্রতিপক্ষ জানে আলমের নামে স্লোগান দিতে থাকে। উপস্থিত নেতা-কর্মীদের বিরোধিতায় ও বিএনপির সভাপতির নির্দেশে তা বন্ধ হয়ে যায়। ওই অনুষ্ঠানে জানে আলম উপস্থিতও ছিলেন না, কেননা তিনি আমন্ত্রিত ছিলেন না।’ সিরাজ দাবি করেন, তিনি প্রায় দুই হাজার নেতা-কর্মী নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন।
গোলাম মো. সিরাজ সত্যতা যাচাই করে অনলাইনে প্রকাশিত সংবাদটি সংশোধনের অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য: বিএনপির সমাবেশে যখন গোলাম মো. সিরাজ বক্তব্য দিতে ওঠেন, তখন সমাবেশে উপস্থিত বহু নেতা-কর্মী ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। সিরাজ ১/১১–এর সময় থেকেই সংস্কারপন্থী নেতা হিসেবে চিহ্নিত হয়ে আসছেন। বিএনপির সমাবেশে তাঁর হঠাৎ উপস্থিতির কারণে কর্মীরা নেতিবাচক স্লোগান দিতে থাকেন। এ কারণে সিরাজ বক্তৃতা দিতে গিয়ে দুই দফা বাধার সম্মুখীন হন। পরে বিএনপির নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদনে সেটিই উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লেখা হয়নি।
তা ছাড়া সমাবেশে থাকা বিএনপির নেতারাও ঘটনার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা বলেছেন, এটা বড় কিছু নয়। রাজনীতিতে এমনটা হয়, যা সংবাদে লেখা হয়েছে।
বিএনপির উচ্চপর্যায়ের সিদ্ধান্তের কারণে সিরাজ সমাবেশে যোগ দেন—এটা স্থানীয় নেতাদের কাছ থেকে পরে নিশ্চিত হওয়া গেছে।