সংক্ষেপে সারা দেশ

সাপ্তাহিক ছুটিময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ অক্টোবর সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার অর্ধদিবসের পরিবর্তে পূর্ণ দিবস অফিস করতে হবে। একাডেমিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আগের নিয়ম অনুযায়ী খোলা থাকবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি৫০০ লিটার মদসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে ৫০০ লিটার দেশীয় মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার রাতে শাহজাদপুর পৌরমার্কেটে অভিযান চালিয়ে একটি দোকান থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় দোকানের মালিক মানিক মিয়া ও তাঁর দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ অফিসসাক্ষাত্হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নয় দফা দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবউল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ আশ্বাস দেন। এ সময় নেতাদের মধ্যে খান মোহাম্মদ এছহাক, মো. মনিরুজ্জামান, মোশাররফ হোসেন খান, শাহজাহান সিদ্দিকী, সৈয়দ মো. আসাদুল্লাহ, সেলিম মোল্লা, একরাম আলী, গাজী সাইফুল ইসলাম, আশীষ কুমার হালদার, আবদুল আলিম রতন, মফিজুল হক পাটওয়ারী, মজিবুর রহমান, আ স ম আবদুর রব প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।