কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে র্যাগিংয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০৪ নম্বর কক্ষে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা গেছে, আজ দ্বিতীয় বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কক্ষে যান। এ সময় তাঁরা পরিচিত হওয়ার নাম করে নবীনদের বিভিন্ন কায়দায় মানসিক নির্যাতন করতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী জানান, ‘সিনিয়ররা আমাদের ক্লাসে এসেছিলেন পরিচিত হতে। কিন্তু তাঁরা আমাদের বেঞ্চে দাঁড় করিয়ে নানাভাবে হয়রানি করেন।’
এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক আজগর হোসেন নবীনদের ক্লাস নিতে গেলে র্যাগিংকারীরা তাঁকে ৫ মিনিট পর ক্লাস নিতে বলেন। পরে তিনি ঘটনাস্থল থেকে চলে আসেন এবং পরে একজন সহকর্মীকে সঙ্গে নিয়ে ক্লাসে যান। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ক্লাসে প্রবেশ করার পর শিক্ষার্থীরা আমাকে দ্রুত ক্লাস শেষ করতে বলে। এতে আমি একটু প্রেশারাইজড হলাম। তাই আমি তাদের কথা শেষ করার জন্য বলে পরে আসব বলে চলে আসি। পরে শুনলাম সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সে পরিস্থিতির কথা শুনে অন্য শিক্ষকদের সঙ্গে সেখানে যাই।’
এ ঘটনায় বিভাগের পক্ষ থেকে অধ্যাপক মিয়া রাসিদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী অধ্যাপক ইসমেত জেরিন ও ইয়াকুব আলী। বিভাগের অধ্যাপক সালমা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’