শ্রীমঙ্গলে জেলের জালে ধরা পড়ল সাকার মাছ

শ্রীমঙ্গলে এক জেলের জালে ধরা পড়া সাকার মাছটি কিনে নেন আদর মিয়া। পশ্চিম আলিশারকুল, শ্রীমঙ্গল, ২০ জুন। ছবি: প্রথম আলো
শ্রীমঙ্গলে এক জেলের জালে ধরা পড়া সাকার মাছটি কিনে নেন আদর মিয়া। পশ্চিম আলিশারকুল, শ্রীমঙ্গল, ২০ জুন। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক জেলের জালে ধরা পড়েছে এক ফুট লম্বা একটি সাকার মাছ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মতিগঞ্জ এলাকার বিলাস নদীতে স্থানীয় জাহাঙ্গীর মিয়ার জালে মাছটি ধরা পড়ে। 

সাকার মাছটি প্রায় এক ফুট লম্বা। কালচে শরীরে ছোপ ছোপ দাগ। কাঁটাযুক্ত। তবে কোনো আঁশ নেই। মুখটা শরীরের তুলনায় বড়। ওজন আনুমানিক দুই কেজি।
জাহাঙ্গীর মিয়ার জালে সাকার মাছটি ধরা পড়ার পর বিলাস নদীর পাড়ে জেলেদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। পরে মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যান জাহাঙ্গীর মিয়া। উপজেলার মতিগঞ্জ বাজার, পড়ে সাতগাঁও ও লছনা বাজারে মাছটিকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করেন। সন্ধ্যার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম আলিশারকুল গ্রামের আদর মিয়া শখ করে মাছটি ৩০০ টাকায় জাহাঙ্গীরের কাছ থেকে কিনে নেন।

মাছটির ক্রেতা আদর মিয়া জানান, রাতে বড় একটি পাত্রে পানি ভর্তি করে সেখানে মাছটিকে জিইয়ে রাখেন। খবর পেয়ে মাছটিকে দেখার জন্য আশপাশের লোকজন আদর মিয়ার বাড়িতে ভিড় করেন। আজ বুধবার সকালে বাড়ির পুকুরে মাছটি ছেড়ে দেন তিনি।

এক জেলের কাছ থেকে কিনে মাছটি পুকুরে ছাড়ছেন আদর মিয়া। পশ্চিম আলিশারকুল, শ্রীমঙ্গল, ২০ জুন। ছবি: প্রথম আলো
এক জেলের কাছ থেকে কিনে মাছটি পুকুরে ছাড়ছেন আদর মিয়া। পশ্চিম আলিশারকুল, শ্রীমঙ্গল, ২০ জুন। ছবি: প্রথম আলো

আদর মিয়া বলেন, এমন আকৃতির মাছ তিনি আগে কখনো দেখেননি। তাই এটিকে বাড়ির পুকুরে পালনের উদ্দেশ্যে কিনে নিয়েছেন তিনি।

জেলে জাহাঙ্গীর মিয়া বলেন, মাছ ধরতে গিয়ে হঠাৎ করে তাঁর জালে এ ধরনের একটি অপরিচিত মাছ দেখে চমকে উঠেছিলেন।

শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, সাকার মাছ বিদেশি জাতের সামুদ্রিক মাছ। এই প্রজাতির মাছগুলোকে সাধারণত অ্যাকোরিয়ামে পালন করা হয়। বিক্রেতাদের কাছ থেকে কিনে তা বাড়ির অ্যাকোরিয়ামে রাখেন অনেকে। সাধারণত শেওলা ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে সাকার মাছ। তবে এ জাতীয় মাছ পুকুরে চাষাবাদ কিংবা খাওয়ার উপযোগী নয় বলে জানান তিনি।