শেখ হাসিনার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল প্রত্যাহার

ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনটি প্রত্যাহার করা হয়েছে বিবেচনায় খারিজ করে দেন।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা পরিচালনা করেন। শেখ হাসিনার পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সকালে শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ইতিমধ্যে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে। তাই এ মামলায় জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল পরিচালনার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত শুনানি গ্রহণের পর আদালত আবেদনটি প্রত্যাহার করা হয়েছে বিবেচনায় খারিজ করে দেন।