শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের নিলাম শুরু সওদায়
প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের অনলাইন নিলাম শুরু হলো বাংলাদেশি আন্তর্জাতিক অনলাইন নিলাম প্ল্যাটফর্ম ‘সওদা’য়। আজ রোববার দুপুরে এক ওয়েবিনারের মাধ্যমে এই নিলাম শুরু হয়। এর ফলে বিশ্বের যেকোনো জায়গা থেকে শাহাবুদ্দিনের চিত্রকর্ম নিলামের মাধ্যমে কেনা যাবে।
ফ্রান্সের প্যারিস থেকে ওয়েবিনারে যুক্ত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তিনি সওদার নতুন এ উদ্যোগকে স্বাগত জানান।
শাহাবুদ্দিন আহমেদ বলেন, পৃথিবীতে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে হলে ধৈর্যসহকারে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে যেতে হবে।
শাহাবুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বারবার স্মরণ করিয়ে দেন, এই সাইটে যেন বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা থাকে। সব কাজে এমন প্রমাণ থাকে যে এটি বাংলাদেশের। শিল্পীর কথা, ‘মানুষ স্বাভাবিকতা পছন্দ করে, যা আমাদের সহজাত, তা ধরে রাখা দরকার।’
শাহাবুদ্দিন বলেন, নিলামের এ উদ্যোগ সাহসী। সতর্ক থাকতে হবে নকল এড়াতে। অনেকেই চাইবে এসব উদ্যোগকে ধ্বংস করতে। সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের আলোচনা করেন। তিনি বলেন, ‘জয় বাংলা ধ্বনির চিত্রিত রূপ আমরা দেখতে পাই শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মে। শিল্পী শাহাবুদ্দিনের ছবিতে বাংলাদেশ দেখার মাধ্যমে বিশ্বকে দেখি। আবার বিশ্বকে দেখার মাধ্যমে এখানে উঠে আসে বাংলাদেশ। তিনি বীর মুক্তিযোদ্ধা। তাঁর ছবিতে সেই যোদ্ধার অবয়ব স্পষ্ট। এভাবে তিনি এক আধুনিক পুরাণ তৈরি করেন।’
মইনুদ্দীন খালেদ বলেন, শাহাবুদ্দিন আহমেদের মধ্যে হিংসা ও ভালোবাসা পরিষ্কার। এটাই এই ব্যক্তি ও শিল্পীর প্রধান বৈশিষ্ট্য। এটি তাঁকে অনন্য করেছে।
চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘শাহাবুদ্দিন আহমেদের তুলি অবাধ, আবার সেই সঙ্গে সুনিয়ন্ত্রিত। গতির সঙ্গে নিয়ন্ত্রণের জাদুকরি মিশেল আমাদের আকৃষ্ট করে।’
এই নিলামের সঙ্গে আর্ট এজেন্সি হিসেবে যুক্ত রয়েছে আর্টকন। আয়োজন বিষয়ে আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন বলেন, ‘২০১৫ সাল থেকে আর্টকন শিল্পকর্ম শিল্প সংগ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী বাংলাদেশের শিল্প পৌঁছে দিতে আমরা যুক্ত হয়েছি আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্ম সওদার সঙ্গে।’
সওদার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন বলেন, ‘শুরুতেই সওদার বিভিন্ন পণ্যের নিলাম ব্যবহারকারী তথা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরীক্ষামূলকভাবে সেই ধাপ পার হয়ে এখন আমরা আন্তর্জাতিকভাবে বড় পরিসরে নিলামের আয়োজন করতে যাচ্ছি। বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হবে সওদা।’
সওদার হেড অব মার্কেটিং নাজমুস সাকিব বলেন, ‘আমাদের দেশের বিখ্যাত শিল্পীদের পাশাপাশি তরুণ প্রতিভাবানদের চিত্রকর্ম নিয়েও কাজ করছি আমরা। বিশ্ব দরবারে বাংলাদেশের শিল্পকে তুলে আনাই আমাদের লক্ষ্য।’
বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চারটি চিত্রকর্ম নিয়ে আন্তর্জাতিক অনলাইন নিলাম প্ল্যাটফর্ম সওদার এই বিশেষ নিলাম চলবে সেপ্টেম্বর মাসজুড়ে। চারটি ছবি হলো ‘ফ্রিডম’, ‘রান’, ‘হর্স’ ও ‘হর্সেস’।