শিল্পকলার কাজ সব স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে: জামিল আহমেদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকাণ্ড সব স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা বলেছেন নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। একাডেমির সব কাজকর্ম জবাবদিহিমূলক ও স্বচ্ছ করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে এসব কথা বলেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। একাডেমিতে তাঁকে স্বাগত জানান সব স্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মতবিনিময় সভা করেন নতুন মহাপরিচালক।
সভায় সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘একাডেমির কর্মকাণ্ডকে সব স্তরের মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সব কাজকর্ম হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়মনীতি–বহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।’ তিনি আরও বলেন, সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমিগুলোর সংস্কার কার্যক্রম দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় শিল্পকলা একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রবিধানমালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ এবং আবাসনসংকটসহ নানা বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা। আগামী দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন সৈয়দ জামিল আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।