লিবিয়ায় ৫ দিন পর বাংলাদেশি সাংবাদিকের খোঁজ পাওয়া গেছে

লিবিয়ার রাজধানী ত্রিপোলির গ্রিন স্কয়ারে লিবিয়ার পতাকা হাতে এনটিভির বিশেষ প্রতিবেদক জাহিদুর রহমান
ছবি: সংগৃহীত

লিবিয়ায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তিনি এখন লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জাহিদুর রহমান এবং তাঁর সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। জাহিদুর টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি।

রাষ্ট্রদূত এস এম শামিম উজ জামান প্রথম আলোকে বলেন, প্রথমে গাড়িচালক মোহাম্মদ খালেদের খোঁজ পাওয়া যায়। পরে সোমবার বিকেলে নিশ্চিত হওয়া গেছে, জাহিদুর রহমান ও প্রকৌশলী সাইফুল লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন। তাঁদের দ্রুত উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

জাহিদুর রহমানের স্ত্রী তাসনিমা রহমান প্রথম আলোকে বলেন, ২৩ মার্চ হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। পরদিন থেকেই জাহিদুরের মোবাইল বন্ধ পান। কোনোভাবেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাষ্ট্রদূত শামিম উজ জামান বলেছেন, গাড়িচালক খালেদ এরই মধ্যে নিজের পরিবারের কাছে ফিরে গেছেন। তাঁদের তিনজনকে কারা কোথায় নিয়ে গিয়েছিল, সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তবে জাহিদুর রহমান ও সাইফুল ইসলামের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ওই সব তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে খুব শিগগির উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে।

জাহিদুরের ছেলে ফারহান রহমান জানান, বাবার খোঁজ পেতে এনটিভি কর্তৃপক্ষ ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। প্রতিমন্ত্রী লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করেন।

জাহিদুর রহমান ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। তিনি প্রতিমন্ত্রী এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন পরিচালক।

পরিবারের সদস্যরা জানান, ৩ মার্চ ঢাকা থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে যান জাহিদুর রহমান। পরদিন লন্ডনে পৌঁছান। ইংল্যান্ডের পর তিনি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ভ্রমণ শেষে লিবিয়ায় যান।

জাহিদুর রহমান নিখোঁজ হওয়ার আগের দিন; অর্থাৎ ২২ মার্চ দুপুরে ত্রিপোলির গ্রিন স্কয়ারে গিয়ে একাধিক ছবি তোলেন। সেখান থেকে তিনি লেপসিস ম্যাগনা এলাকায় যান। গ্রিন স্কয়ারে লিবিয়ার জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সঙ্গে তিনি একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন। এ সময় প্রবাসী প্রকৌশলী সাইফুল ইসলাম ও গাড়িচালক খালেদ তাঁর সঙ্গে ছিলেন। রাষ্ট্রদূত শামিম উজ জামান বলেন, ত্রিপোলিতে ছবি তোলা নিষেধ। তাঁর নিখোঁজ হওয়ার পেছনে এটি একটি কারণ হতে পারে।