র্যাব সদর দপ্তরে পরীমনি, জিজ্ঞাসাবাদ
চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন র্যাবের কর্মকর্তারা। আজ বুধবার রাতে পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, পরীমনিকে র্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কর্নেল কে এম আজাদ জানান, রাত সোয়া আটটার দিকে র্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে আজ বিকেলে র্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বান জানান।
বারবার র্যাব সদস্যরা পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে দরজা খুলে দেওয়া হলে র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। এরপর শুরু হয় তল্লাশি।পরে একপর্যায়ের পরীমনিকে আটক করা হয়। র্যাব সদস্যরা নানা বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
র্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।