রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন স্থাপনায় ধস, আহত ১০ শ্রমিক
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতরে একটি স্থাপনায় নির্মাণাধীন কিছু অংশ ভেঙে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রকল্পের ভেতরে দুই নম্বর ইউনিটের কাছে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফিরোজ হোসেন (২২), রাকিব উদ্দীন (৪৪), আবু বক্কর (২৮), রইস উদ্দিন (৩২), হাবিবুর রহমান (৪৬), মেহেদী হাসান (৩০), আসিফ (২৬), আমির হোসেন (৩৫), আলা উদ্দিন (৩৩) ও ইসাহাক আলী (৩৫)। আহত ব্যক্তিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যক্তিদের মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।