রাশিয়ার অপরিশোধিত তেল কেনা হচ্ছে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ফাইল ছবি

জ্বালানি তেল বিক্রি করতে বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, দেশে তেলের উপযোগিতা বিবেচনা করে দেখতে হবে। রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল দেশের পরিশোধনাগারে ব্যবহারের উপযোগী নয়, তাই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা হচ্ছে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নসরুল হামিদ। গতকাল মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৫০ বছর: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতের পরামর্শ চাওয়ার কথা গত সোমবার জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, পরিশোধিত তেলের বিষয়ে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে বিশ্ববাজারে দাম ওঠানামা করছে, সেদিকে নজর রাখা হচ্ছে।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিশ্চয়ই সবার জন্য সহনীয় দাম নির্ধারণ করবে। এর ওপর ভিত্তি করে বিদ্যুৎ খাতের ঘাটতি পূরণে ভর্তুকি বরাদ্দ চাওয়া হবে। সবার জন্য সহনীয় দাম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এটি নিশ্চিত করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনায় অনেক কিছু বিস্তারিত থাকবে।

বিদ্যুৎ খাতের অস্বচ্ছতা ও অদক্ষতা নিয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সাশ্রয়ী দাম নিয়ে ব্যবসায়ীরা কথা বলতে পারেন। কিন্তু তেলচালিত কতগুলো বিদ্যুৎকেন্দ্র থাকবে, কত সক্ষমতা রাখতে হবে—এসব বিষয়ে তো তাঁদের কথা বলা ঠিক নয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও পিডিবি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।