রাউজানে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সমাজসেবা কর্মচারীর মৃত্যু

জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী এ টি এম শাহাজাহান (৫৫) মারা গেছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

শাহাজাহান হাটহাজারী উপজেলার কাটিরহাট পশ্চিম ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার-পরিজন নিয়ে রাঙামাটি শহরে থাকতেন। তবে অসুস্থ হওয়ায় গত কিছুদিন হাটহাজারীতে নিজ গ্রামে ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন শাহাজাহান। শ্বাসকষ্ট শুরু হলে গতকাল বিকেলে তাঁকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যা সাতটার দিকে মারা যান।

আজ শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, গতকাল সকালেও শাহাজাহানের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়েছিল। বিকেলে তাঁর স্ত্রী জানিয়েছিলেন, শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় মৃত্যুসংবাদ শুনতে পান তিনি। জ্বর ও কাশি থাকায় শাহজাহান গত এক সপ্তাহ অফিস করেননি জানিয়ে মনির হোসেন বলেন, তাঁর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।