রাউজানে এক দিনে সর্বোচ্চ ১৮ জন করোনা পজিটিভ

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামের রাউজানে এক দিনে ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে আছে সাতজন পুলিশ, একজন করে সাংবাদিক, স্বাস্থ্য সহকারী, সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের পরিবারের সদস্যসহ অন্যরা।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এটি এ উপজেলায় এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার খবর। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০। এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দ্বীন। তিনি বলেন, ২৬ জনের নমুনায় ১৮ জনের করোনা শনাক্তের ঘটনাটি উদ্বেগজনক।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১১ জুন রাউজানের পুলিশ, সাংবাদিক, স্বাস্থ্য সহকারী, সরকারি কর্মকর্তাসহ মোট ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দৈনিক মানবজমিনের স্থানীয় প্রতিনিধি আরাফাত হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারীসহ মোট ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।


রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দ্বীন প্রথম আলোকে বলেন, ২৬ জনের নমুনায় ১৮ জনেরই করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের কমবেশি সবার উপসর্গ থাকায় পরীক্ষা করা হয়।