রংপুরে সকাল থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
রংপুরে আজ সোমবার সকাল থেকেই মাঠে নেমেছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা। মহানগরসহ জেলার প্রতিটি হাটবাজার ও দোকানপাট বন্ধ রাখতে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন পুলিশ, র্যাবসহ প্রশাসনের লোকজন।
এদিকে, রংপুরে আজ সকাল থেকে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে, বিকেল পাঁচটার পর থেকে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে ওষুধের দোকানসহ কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয়-বিক্রয় এ বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিত ও জেলার সব মানুষের স্বাস্থ্য-ঝুঁকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট, কাঁচাবাজার, হাট ও মার্কেট বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে ওষুধের দোকান, কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয় বিক্রয় কার্যক্রম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।