যৌন হয়রানির অভিযোগ বিষয়ে অধস্তন আদালতে কমিটি গঠনের নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, অভিযোগ অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে দেশের অধস্তন আদালতে ১৫ দিনের মধ্যে কমিটি গঠন করতে বলা হয়েছে। সব জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানসংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় ওই সিদ্ধান্ত হয়। ১৪ মার্চ আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে ওই সভা হয়।

স্মারকের ভাষ্যমতে, সুপ্রিম কোর্টে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানসংক্রান্ত কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাইকোর্ট বিভাগের (২০০৯ সালের ১৪ মে দেওয়া রায়) রায়ের আলোকে শুধু নিজ নিজ প্রতিষ্ঠানে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানে প্রত্যেক জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে এ–সংক্রান্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কমিটির সদস্য আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার কাছে প্রতিবেদন পাঠাতে বলা হয়।