যমুনার চরে ক্রিকেট খেলা

>

গ্রামটির নাম দীঘলকান্দি। যমুনা নদীর তীরে অবস্থিত এই গ্রাম। স্থানীয় লোকজন নাম দিয়েছেন প্রেমযমুনার ঘাট। উত্তাল যমুনা দেখতে ভ্রমণপিপাসুরা সেখানে বেড়াতে যান। তবে শীতকালে নদীর অনেক স্থান শুকিয়ে গেছে। সেখানে ক্রিকেট খেলার মাঠ তৈরি করেছেন স্থানীয় লোকজন। নদীপাড়ের শিশু-কিশোরেরা মেতে উঠেছে খেলায়।

ক্রিকেট খেলার জন্য সবকিছু প্রস্তুত। খেলা শুরুর আগে ধনতলা যুব উন্নয়ন ক্লাব ও বাড়ইপাড়া বন্ধু সংগঠনের খেলোয়াড়েরা শুভেচ্ছা বিনিময় করে।
ক্রিকেট খেলার জন্য সবকিছু প্রস্তুত। খেলা শুরুর আগে ধনতলা যুব উন্নয়ন ক্লাব ও বাড়ইপাড়া বন্ধু সংগঠনের খেলোয়াড়েরা শুভেচ্ছা বিনিময় করে।
শুকিয়ে গেছে নদীর হার্ড পয়েন্টটি। সেখানেই তৈরি করা হয়েছে ক্রিকেট খেলার মাঠ। খেলছে ইমরান হোসেন নামের এক কিশোর।
শুকিয়ে গেছে নদীর হার্ড পয়েন্টটি। সেখানেই তৈরি করা হয়েছে ক্রিকেট খেলার মাঠ। খেলছে ইমরান হোসেন নামের এক কিশোর।
পুরোদমে খেলা চলছে।
পুরোদমে খেলা চলছে।
নদীর তীরে থাকা নৌকায় বসে খেলা দেখছেন উৎসাহী দর্শকেরা।
নদীর তীরে থাকা নৌকায় বসে খেলা দেখছেন উৎসাহী দর্শকেরা।
রানআউট থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা।
রানআউট থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা।
নিমগ্ন হয়ে খেলা দেখছে এক শিশু।
নিমগ্ন হয়ে খেলা দেখছে এক শিশু।
খেলাস্থলের পাশ দিয়ে যমুনার চরে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী।
খেলাস্থলের পাশ দিয়ে যমুনার চরে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী।
যমুনার পানি শুকিয়ে যাওয়ায় ছোট ছোট নৌকা পাড়ে ফেলে রাখা হয়েছে। খেলা চলাকালে গ্যালারির অভাব পূরণ করেছে এই নৌকাগুলো।
যমুনার পানি শুকিয়ে যাওয়ায় ছোট ছোট নৌকা পাড়ে ফেলে রাখা হয়েছে। খেলা চলাকালে গ্যালারির অভাব পূরণ করেছে এই নৌকাগুলো।