মেয়াদ হারানো কালুরঘাট সেতু

>

প্রায় ৯০ বছর বয়সী কালুরঘাট সেতুটি মেয়াদ হারিয়েছে ১৯ বছর আগেই। যাতায়াতের জন্য অন্য কোনো সেতু না থাকায় এখনো ঝুঁকি নিয়ে এই সেতুতে প্রতিনিয়ত চলাচল করছে মানুষ। এই সেতু দিয়েই চলাচল করছে ট্রেন ও ভারী যানবাহন। সেতুটি একমুখী হওয়ায় প্রায় সময় চলাচলে বিড়ম্বনা ঘটছে। কখনো কখনো ট্রেন ও গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে নিরাপদে স্থানে সরে যেতে হয় মানুষকে। আছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা।

চট্টগ্রামের কালুরঘাট সেতু
চট্টগ্রামের কালুরঘাট সেতু
সেতুর বিভিন্ন স্থানে বের হয়ে থাকা লোহার পাত
সেতুর বিভিন্ন স্থানে বের হয়ে থাকা লোহার পাত
সেতু পারাপারে পথচারীর সতর্কতা
সেতু পারাপারে পথচারীর সতর্কতা
চলছে মানুষ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল
চলছে মানুষ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল
বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে
বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে
ট্রেন আসছে, নিরাপদ স্থানে আশ্রয় নিতে ব্যস্ত পথচারী
ট্রেন আসছে, নিরাপদ স্থানে আশ্রয় নিতে ব্যস্ত পথচারী