‘মৃত’ মেয়েটির ফেরা, তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব
নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর জীবিত ফেরত আসার পর মেয়েটির বাবার করা মামলার বর্তমান ও সাবেক তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলার নথিপত্র তলবের পাশাপাশি এ আদেশ।
১৫ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মেয়েটির বাবার করা মামলার নথিপত্র তলব করে তা পর্যালোচনাসাপেক্ষে প্রয়োজনীয় আদেশ চেয়ে ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী একটি আবেদন করেন। এই আবেদনের ওপর আজ শুনানি হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
আদালত বলেছেন, ২২ ধারায় মেয়েটির দেওয়া জবানবন্দিসহ মামলার নথিপত্র তলব করা হলো। মামলার সিডিসহ তদন্ত কর্মকর্তাকে ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া যাচ্ছে। ঘটনার ব্যাখ্যা জানাতে সাবেক তদন্ত কর্মকর্তাকে সেদিন আদালতে হাজির হতে বলা হলো।
“মৃত” মেয়েটির ফেরা, প্রশ্নবিদ্ধ তদন্ত’ শিরোনামে ২৫ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। একই বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ওই আবেদনটি (রিভিশান) করেন। তাঁরা হলেন মো. আসাদ উদ্দিন, মো. জোবায়েদুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. আল রেজা আমির ও মো. মিসবাহ উদ্দিন।