মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ৯
মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার আইইডিসিআরের পক্ষ থেকে বিষয়টি মুন্সিগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়। সিভিল সার্জন মো. আবুল কালাম শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গজারিয়া উপজেলার তিনজন। তাঁদের মধ্যে দুজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এর বাইরে টঙ্গিবাড়ীতে তিনজন এবং মুন্সিগঞ্জ সদর, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে রয়েছেন।
৭ এপ্রিল এই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য ৮ এপ্রিল ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় ওই ১৬ জনের মধ্যে ৯ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে।
স্বাস্থ্য বিভাগের আক্রান্ত ওই দুই কর্মকর্তাসহ গজারিয়ার তিনজনকে রাতেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। আর কর্মকর্তা সংক্রমিত হওয়ায় আইইডিসিআর গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। যারা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম প্রথম আলোকে বলেন, আক্রান্ত সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন কথা বলেছেন। রাতেই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
আক্রান্ত সাতজনের শারীরিক অবস্থা গুরুতর নয় উল্লেখ করে সিভিল সার্জন বলেন, আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই নারায়ণগঞ্জে করোনা প্রাদুর্ভাবের যোগসূত্র রয়েছে। তিনি এই ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে ও সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে নিজ জায়গায় অবস্থানের পরামর্শ দেন।