মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন তিন ভাই
তিন ভাই মিলে মাছ ধরতে হাওরে গিয়েছিলেন। দুজন আপন ভাই এবং অন্যজন তাঁদের চাচাতো ভাই। হঠাৎ বজ্রপাত। সেই বজ্রপাতে মুহূর্তেই প্রাণ হারালেন তিনজনই।
সিলেট সদর উপজেলার জিলকার হাওরে আজ শনিবার বিকেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের শিকার তিন ভাই হলেন সিলেট সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১৮) এবং তাঁদের চাচাতো ভাই আবদুল আমিন (১৮)।
নিহত ব্যক্তিদের প্রতিবেশী নাজির উদ্দিন প্রথম আলোকে বলেন, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে তিন ভাইয়ের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।