মহামারির মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশ: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা মহামারির মধ্যেও এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় পেশাজীবীদের প্রণোদনা দিচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে দেশ আজ ক্রীড়ায় সমৃদ্ধ। বিশ্বের মধ্যে করোনাভাইরাসসহ সব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় তিনি এক সফল রাষ্ট্রপ্রধান।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়উল আহসান প্রমুখ।
অনুষ্ঠানে ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠককে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।