ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল

>

একটি সবুজ ও মানবিক ঢাকার স্বপ্ন দেখেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করছে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান গ্রীন সেভার্স অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে সংগঠনটি গাছের পরিচর্যার কাজ করে আসছে। গতকাল শুক্রবার সংগঠনের ভ্রাম্যমাণ গাছের হাসপাতালের উদ্বোধন করা হলো। এই হাসপাতাল বিভিন্ন এলাকা ঘুরে বিনা মূল্যে গাছের সেবা প্রদান করবে। রাজধানীর বনানী এলাকায় ব্যতিক্রমধর্মী এই হাসপাতালের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা। ভ্রাম্যমাণ হাসপাতালে থাকছেন একাধিক অভিজ্ঞ গাছের চিকিৎসক। ছবিগুলো ৩০ নভেম্বরের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হাসপাতালটি চালু করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে হাসপাতালটি চালু করা হয়েছে।
‘গাছের প্রাণ আছে, ওদেরও অসুখ হয়’ গ্রীন সেভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম স্লোগান।
‘গাছের প্রাণ আছে, ওদেরও অসুখ হয়’ গ্রীন সেভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম স্লোগান।
গাছের চারা পরীক্ষা করছেন গ্রীন সেভার্স অ্যাসোসিয়েশনের এক কর্মী।
গাছের চারা পরীক্ষা করছেন গ্রীন সেভার্স অ্যাসোসিয়েশনের এক কর্মী।
গাছের মূল থাকে মাটিতে, মাটিও পরীক্ষা করা হয় এই হাসপাতালে।
গাছের মূল থাকে মাটিতে, মাটিও পরীক্ষা করা হয় এই হাসপাতালে।
গাছের স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যবহার করা হয় বিভিন্ন প্রযুক্তি।
গাছের স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যবহার করা হয় বিভিন্ন প্রযুক্তি।
অণুবীক্ষণ যন্ত্রে গাছের পাতা পরীক্ষা করছেন এক গাছ বিশেষজ্ঞ।
অণুবীক্ষণ যন্ত্রে গাছের পাতা পরীক্ষা করছেন এক গাছ বিশেষজ্ঞ।