ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে আটক ৮
নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় বিষয় নিয়ে স্পর্শকাতর নেতিবাচক প্রতিবেদন তৈরি, অ্যানিমেশনের মাধ্যমে ছবি সংযোজন করে বিদ্রূপ ভিডিও, প্যারোডি গান, নাটক-নাটিকা তৈরির সরঞ্জামসহ আটজনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব বলছে, আটক ব্যক্তিরা সাইমুম শিল্পী গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতা। এটি জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার সকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
আটক আট ব্যক্তি হলেন, সাইমুম শিল্প গোষ্ঠীর পরিচালক মাহমুদুল হাসান(২৭), সহকারী পরিচালক ও গায়ক আবদুল্লাহ আল নোমান(২৬), মোরশেদুল ইসলাম(২২), আ. কাদের(২৮), মোতাহার হোসেন তুহিন(২১), দিদারুল ইসলাম(৩৫), আরিফুর রহমান(৩৪), ও সাইফুল ইসলাম মিঠু।
মুফতি মাহমুদ খান বলেন, আটক ব্যক্তিরা সংসদ নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন, রাষ্ট্রীয় বিষয় নিয়ে স্পর্শকাতর নেতিবাচক প্রতিবেদন তৈরি, অ্যানিমেশনের মাধ্যমে ছবি সংযোজন করে বিদ্রূপ ভিডিও, প্যারোডি গান, নাটক-নাটিকা তৈরির কাজ করত। তাঁদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী। তাঁরা দেশের স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, songlap.net, bji.dcn, analysisbd.com, dinanishinews.com নামে ওয়েবসাইটের মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন প্রচার ও ভুয়া সংবাদ প্রচার ও পরিবেশন করে দেশে বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করে আসছে। চক্রটি নিজেদের তৈরি ওয়েবসাইট ডোমেইনের মাধ্যমে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও গুজব ছড়ানোর লক্ষ্যে ১৫০টির বেশি পেজ তৈরি করে খবর প্রকাশ করেছে।