ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব চলছে
রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ১৪তম জাতীয় উৎসবের আসর বসেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও মিলনায়তনে আয়োজিত জাতীয় উৎসবে দেশের ১০ অঞ্চলের ছয় শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। আছেন উৎসাহী অভিভাবকেরা। দিনভর এ উৎসবে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত থাকছেন।
সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। উদ্বোধনী পর্বে অংশ নেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস। এরপর হয় নৈর্ব্যক্তিক পরীক্ষা।
উৎসবে নানা সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে থাকছে উৎসবের অন্যতম আকর্ষণ ‘বানান বীর’ প্রতিযোগিতা। ১০ অঞ্চলের বিজয়ী ১০ প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেবে। বানান বীরের এ আয়োজন এবার তৃতীয় বর্ষে পড়েছে। প্রতিযোগিতাটি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের।
উৎসবে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল চিরকুট। আরও উপস্থিত থাকার কথা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ ও টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিকের।