বুয়েটে শনিবার থেকে অনলাইনে ক্লাস
করোনার ঊর্ধ্বগতির সংক্রমণের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীর পাঠদান কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৫ জানুয়ারি) এ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হবে।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে ১৫ জানুয়ারি থেকে অনলাইনে তাত্ত্বিক ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে বলে জানান তিনি।
এর আগে ৫ জানুয়ারি সশরীর ক্লাস বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীর ক্লাস বন্ধের চেয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে।