বিলীনের পথে বড় ও ছোট কাটরা
>পুরান ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা বিলীন হওয়ার পথে। নতুন নতুন ভবনের জাঁতাকলে অস্তিত্ব সংকটে ঐতিহাসিক স্থাপনা দুটি। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার আমলে চকবাজারের দক্ষিণ দিকে স্থাপনাটি নির্মিত হয়। কাটরায় দুটি শিলালিপি রয়েছে। একটি বলছে এটি ১৬৪৩-৪৪ খ্রিষ্টাব্দে নির্মিত। অন্যটি বলছে ১৬৪৫-৪৬ খ্রিষ্টাব্দে। অধ্যাপক মুনতাসীর মামুনের ‘ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী’ বই অনুসারে, শায়েস্তা খানের আমলে ১৬৬৩-১৬৬৪ খ্রিষ্টাব্দের দিকে ছোট কাটরার নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৬৭১ খ্রিষ্টাব্দে। ছবিগুলো শুক্রবারের।